Tuesday 21 April 2015

তোমার অাসন যারে দাও - নির্মলেন্দু গুণ


অামার হার্ট অপারেশনের অাগে ( ১৩ অক্টোবর, ২০১৪) অামার ঘরে একটা কাঠের বা প্লাস্টিকের চেয়ারও ছিল না।অামি মেঝেতে বসে খেতাম এবং লিখতাম। মাত্র মাস খানেকের ব্যবধানে সেই অামি এখন চেয়ারের রাজা। মাস খানেক পূর্বে RFl -এর চেয়ার-টেবিল কিনেছিলাম। তার ছবি তখনই মুখপঞ্জিতে দিয়েছি। অাজ ল্যাবএইড কর্তপক্ষ অামাকে উপহার দিলেন এই দৃষ্টিনন্দন ও দুর্লভ চেয়ারটি।
ল্যাবএইডে চিকিৎসাধীন থাকাকালে এইরকমের চেয়ার দেখে পাওয়ার লোভ সামলাতে পারিনি। জানতে চেয়েছিলাম, এই চেয়ার কোথায় পাওয়া যায়, অামার খুব পছন্দ হয়েছে। অামার এই ভালো লাগার কথা পাবলিক রিলেশনস অফিসার লেনিনের মাধ্যমে ল্যাবএইডের এমডি ডা শামীমের কানে গেলে, তিনি অামার জন্য এই চেয়ারটি সুদূর চীন থেকে অামদানী করে অামাকে উপহার দিয়েছেন।
অামিতো অানন্দে অবাক।
 

অামি ভীষণ অানন্দ পেয়েছি। গর্বিত বোধ করছি। বিশ্বের অার কোনো কবি এমন সম্মান পেয়েছেন কি না জানি না।

যারা অামার কাছে ঋণী, তারা যখন অামাকে পুরস্কারবঞ্চিত করে, অামাকে পুরস্কৃত করতে কার্পণ্য দেখায়,--তখন অামি যাদের কাছে ঋণী, তারা অামাকে পুরস্কৃত করে। একটু অবাক লাগে বৈকি। বিধাতা যাকে পুরস্কৃত করেন, তার ছলের অভাব হয়না। তুমি কোন ছার!

ধন্যবাদ ল্যাবএইড।তুমি শুধু বিনামূল্যে অামার সুচিকিৎসাই করোনি- অামার ও অামার মূল্যবান অতিথিদের অারাম করে বসার জন্য চেয়ারও বিদেশ থেকে অানিয়ে দিয়েছো। কিছুদিন নিজে ব্যবহার করার পর এই চেয়ারটি কাশবনে পাঠিয়ে দেব। চেয়ারের ছবিগুলো অামার তোলা।

Sunday 5 April 2015

ল্যাবএইডে বিনা অপারেশনে শিশুদের জন্মগত হৃদরোগ ও চিকিৎসা সংক্রান্ত কর্মশালা

গত ২ এপ্রিল বৃহস্পতিবার ২০১৫ ইং তারিখে রাজধানীর ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল ও লাইফটেক সাইন্টিফিকের আয়োজনে বিনা অপারেশনে শিশুদের জন্মগত হৃদরোগ চিকিৎসা সংক্রান্ত এক দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়।

ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের অডিটোরিয়ামে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় অধ্যাপক ডাঃ এম আর খান। ডাঃ আব্দুজ জাহেরের সভাপতিত্বে কর্মশালায় বক্তা হিসেবে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ নুরুন্নাহার ফাতেমা ও ভারতের এসকোর্টস হার্ট ইন্সটিটিউট ও রিচার্স সেন্টারের ডাঃ সিতারাম রাধাকৃঞ্চ।

কর্মশালাটি সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ।এসময় বিনা অপারেশনে শিশুদের জন্মগত হৃদরোগ চিকিৎসার দুটি লাইভ কেস ও প্রদর্শন করা হয়। কর্মশালাতে দেশি বিদেশি অভিজ্ঞ ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টগণ অংশগ্রহন করেন। কর্মশালাতে ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এ এম শামীম এবং ল্যাবএইড গ্রুপের  পরিচালক, মার্কেটিং ও হেড অব অপারেশন আল-এমরান চৌধুরীও উপস্থিত ছিলেন।

মোড়ক উন্মোচন হল ‘সোনালী সুন্দরীর দেশে বিশ্বকাপ’ বইয়ের

মোড়ক উন্মোচন হল ‘সোনালী সুন্দরীর দেশে বিশ্বকাপ’ বইয়ের

গত ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ইং তারিখে মোড়ক উন্মোচন করা হল ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এ এম শামীমের বিশ্বকাপ ফুটবল ২০১৪ এর উপর লেখা ‘সোনালী সুন্দরীর দেশে বিশ্বকাপ’ বইটির। ল্যাবএইড গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) এর অ্যালামনাইদের নিয়ে আয়োজিত মেঘনা নদীতে এক নৌভ্রমনে তিনি তার লেখা বইটির মোড়ক উন্মোচন করেন। মোড়ক উন্মোচনকালে উপস্থিত ছিলেন বিশিষ্ট কলামিষ্ট সৈয়দ আবুল মকসুদ, সাংবাদিক আবু সাইদ ও সাংবাদিক সেলিম সামাদ। এছাড়া সে সময় আরো উপস্থিত ছিলেন সংগীত শিল্পী মাহমুদুজ্জামান বাবু, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার গনি চৌধুরী, রেজিষ্টার  অধ্যাপক ইকরাম-উদ-দৌলা, এডভাইজার অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, স্কুল অব বিজনেস ও সোশ্যাল স্ট্যাডিস এর ডিন অধ্যাপক ড. আশরাফুল ইসলাম চৌধুরী, আইন বিভাগের এডভাইজার ড. অধ্যাপক আসিফ নজরুল ও সাংবাদিকতা, যোগাযোগ ও মিডিয়া স্ট্যাডিস বিভাগের এডভাইজার  অধ্যাপক  ড. রোবায়েদ ফেরদৌস।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অগ্নিদগ্ধ রোগীদের পাশে ল্যাবএইড

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অগ্নিদগ্ধ রোগীদের পাশে ল্যাবএইড

গত ৩১ জানুয়ারি ২০১৫ তারিখে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতায় অগ্নিদগ্ধ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি রোগীদের জন্য অতি জরুরি নিউট্রিশনাল সাপ্লমিন্টে সরবরাহ করেছে ল্যাবএইড।অগ্নিদগ্ধ রোগীদের জন্য ল্যাবএইডের পক্ষ থেকে এসকল নিউট্রিশনাল সাপ্লমিন্টে সরবরাহ করেন সাইফুর রহমান লেনিন, এ জি এম, কর্পোরেট কমিউনিকেশন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রাক্তন ডিরেক্টর ও প্লাস্টিক সার্জন ডাঃ সামন্ত লাল সেন। সে সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সহকারী অধ্যাপক ডাঃ মোহাম্মদ রবিউল করিম খান ও ল্যাবএইড গ্রুপের অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারা।
 



 
 
 

কুড়িগ্রামে শীতার্তদের মাঝে ল্যাবএইডের কম্বল বিতরণ

কুড়িগ্রামে শীতার্তদের মাঝে ল্যাবএইডের কম্বল বিতরণ

গত ২৪ জানুয়ারি ২০১৫ তারিখে কুড়িগ্রামের মোগলবাসা ইউনিয়নের চর সিতাইঝাড় বন্যা আশ্রয় কেন্দ্রের মাঠে প্রায় ১২শ শীতার্ত নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করে ল্যাবএইড ও তার সহযোগী অঙ্গপ্রতিষ্ঠান স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)। ল্যাবএইড গ্রুপের ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীদের দেয়া অর্থ দিয়ে কেনা এ সকল কম্বল এই তীব্র শীতের মাঝেও কিছুটা হাসি ফোঁটাতে পেরেছিল কুড়িগ্রামের চর অঞ্চলের হতদরিদ্র অসহায় শীতার্ত মানুষের মুখে। শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন ল্যাবএইড গ্রুপের পক্ষে সাইফুর রহমান লেনিন, এ জি এম, কর্পোরেট কমিউনিকেশন এবং মোগলবাসা ইউনিয়নের চেয়ারম্যান ডা: মো: এনামুল হক। সে সময় ল্যাবএইড গ্রুপের অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারা ও গ্রামের আরো গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।























5th International Conference on Cardiology and Cardiac Surgery 18th - 20th December 2014

5th International Conference on Cardiology and Cardiac Surgery 18th - 20th December 2014












হাসিমুখে কবি নির্মলেন্দু গুণ ল্যাবএইড হাসপাতাল ছাড়লেন

হাসিমুখে কবি নির্মলেন্দু গুণ ল্যাবএইড হাসপাতাল ছাড়লেন

সুস্থ হয়ে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল ছাড়লেন দেশবরেণ্য কবি নির্মলেন্দু গুণ।প্রায় দশদিনের চিকিৎসা সেবা নিয়ে তিনি এখন অনেকটাই সুস্থ। ২৫ অক্টোবর শনিবার রাত ১০ টার দিকে তিনি হাসপাতাল ত্যাগ করেন।
এর আগে গত ১২ অক্টোবর সন্ধ্যা ৭টায় তিনি হৃদযন্ত্রের সমস্যা নিয়ে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হন। তিনি হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ বরেণ চক্রবর্তীর অধীনে চিকিৎসাধীন ছিলেন।পরে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ।
এরপর গত ১৩ অক্টোবর বেলা সাড়ে ১২ টা থেকে সাড়ে ৩টা পর্য়ন্ত প্রায় ৩ ঘন্টা সময় ধরে তার হৃদযন্ত্রে অস্ত্রোপচার (বাইপাস সার্জারী) করা হয়।এই বাইপাস সার্জারীর মাধ্যমে তার হৃদযন্ত্রের তিনটি ব্লককে অপসারন করা হয়। তার এই বাইপাস সার্জারীটি করেন ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের চিফ কার্ডিয়াক সার্জন ডা. লুৎফর রহমান।
দেশবরেণ্য এই কবির সফল অস্ত্রোপচারের পর ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে তাকে দেখতে আসেন স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম,বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এবং বিশিষ্ট কবি,সাহিত্যিক,বুদ্ধিজীবিসহ তার অনেক শুভাকাঙ্খী।
দেশবরেণ্য এই কবির প্রতি শ্রদ্ধা  জানিয়ে তার চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করেছে ল্যাবএইড কর্তৃপক্ষ।এর স্বীকৃতি হিসেবে ২৫ অক্টোবর  শনিবার সন্ধ্যায়  ল্যাবএইড কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ ঞ্জাপন করতে আসেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।
 
 
 
 

সুস্থ হয়ে ল্যাবএইড ছাড়লেন সুরঞ্জিত সেনগুপ্ত

সুস্থ হয়ে ল্যাবএইড ছাড়লেন সুরঞ্জিত সেনগুপ্ত

সুস্থ হয়ে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল ছাড়লেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।বুধবার বিকাল ৪টায় তিনি হাসপাতাল ত্যাগ করেন।তিনি হাসপাতালটির হৃদরোগ বিশেষজ্ঞ বরেণ চক্রবর্তীর অধীনে চিকিৎসাধীন ছিলেন।
গত ১৬ অক্টোবর বৃহস্পতিবার রাত ১১টার দিকে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তিনি ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে আসেন। প্রথমে তাকে হাসপাতালের তৃতীয় তলায় করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা দেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে হাসপাতালের পঞ্চম তলার ৫০১ নাম্বার কেবিনে আনা হয়।
 


 
 
 

Our Offers