গত ২২ মে ২০১৫ ইং তারিখে রাজধানীর অভিজাত গুলশান ক্লাবে ল্যাবএইড গ্রুপের সৌজন্যে আয়োজিত হয়ে গেল এনবিএ (নিউজ ব্রডকাস্টার অ্যাসোশিয়েশন অব বাংলাদেশ) গালা নাইট ২০১৫।
দেশের প্রায় সবকয়টি বেসরকারী টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনের সংবাদ পাঠক-পাঠিকারা এই গালা নাইটে অংশ গ্রহন করেন।
এই গালা নাইট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এবং ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এ এম শামীম।
গালা নাইট অনুষ্ঠানে এনবিএ এর পক্ষ থেকে ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এ এম শামীমকে একটি সম্মাননা ক্রেস্ট উপহার হিসেবে দেওয়া হয়। এই গালা নাইট অনুষ্ঠানে ল্যাবএইড গ্রুপ ও এনবিএর মাঝে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়। সেই সাথে ল্যাবএইড গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) এর সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের জন্য সংবাদ উপস্থাপন বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ প্রদানেরও একটি চুক্তি স্বাক্ষরিত হয় ল্যাবএইড গ্রুপ ও এনবিএ এর মধ্যে।
https://meddevice24.blogspot.com/2017/05/a-bizarre-success-story-behind-prof-dr.html
ReplyDeletehttps://meddevice24.blogspot.com/2017/05/a-bizarre-success-story-behind-prof-dr.html
ReplyDelete